ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষবিদায় দিলেন সাংবাদিক রুপা-শাকিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 June, 2025, 12:30 AM

প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষবিদায় দিলেন সাংবাদিক রুপা-শাকিল

প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষবিদায় দিলেন সাংবাদিক রুপা-শাকিল

সাংবাদিক ফারজানা রুপা ও তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদ ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধারিয়াকান্দা গ্রামে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি  সাংবাদিক ফারজানা রুপা তার মাকে শেষ বিদায় জানাতে বুধবার প্যারোলে মুক্তি পান। তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদও একই সময়ে মুক্তি পান। 

গত মঙ্গলবার সন্ধ্যায় ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) বার্ধক্যজনিত রোগে মারা যান। প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে এই সাংবাদিক দম্পতি ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধারিয়াকান্দা গ্রামে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত–উল ফরহাদ সমকালকে বলেন, গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে শাকিল আহমেদ এবং ফারজানা রূপা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখান থেকেই তাদের পুলিশ হেফাজতে দেওয়া হয়। বিকেল ৩টার দিকে বের হওয়ার কথা থাকলেও তারা দেরিতে কারাগার থেকে বের হন। এরপর তাদের বিশেষ সতর্কতায় ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়।

বাড়িতে পৌঁছানোর পর ফারজানা রুপা ও শাকিল আহমেদকে দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ফারজানা রুপার ভাগনে নবনীল সরকার বলেন, ‘তারা রাত ৯টার দিকে বাড়িতে আসেন। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।’ মায়ের মৃত্যুতে ফারজানা রুপা গভীরভাবে শোকাহত।

বুধবার বাদ আছর হোসনে আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় এই দম্পতিকে গত ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক  এবং তার স্ত্রী ফারজানা রুপা টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল দম্পতি রাত ৯ টায় পুলিশ প্রহরায় বাড়িতে পৌঁছান। পরে তার মাকে শেষ বিদায় জানিয়ে ৯টা ৩০ মিনিটে আবার ঢাকায় কারাগারের উদ্দেশ্যে রওনা দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status