|
মানুষটা আপনাদের কাছে খারাপ হতে পারে কিন্তু সে আমার সন্তানের বাবা
নতুন সময় প্রতিবেদক
|
![]() মানুষটা আপনাদের কাছে খারাপ হতে পারে কিন্তু সে আমার সন্তানের বাবা অনশনরত মো. তারেক রহমানকে নিয়ে আবগঘন এক বার্তা দিয়েছেন তার স্ত্রী তামান্না ফেরদৌস শিখা। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তারেকের শারিরীক অবস্থার তথ্যও জানিয়েছেন। তারেকের শারিরীক অবস্থা জানিয়ে শিখা তার ফেসবুকে জানান, তারেকের বিপি ৯৫/৫৫। আল্লাহ এমন একটা জীবন যে কেন দিল আমাকে! শরীফ ভাই আমাদের বিয়ের সময় একটা কথা বলেছিল, ‘বুন্ডি বিপ্লবীর বউ হওয়া কিন্তু মোটেও সুখের নয়’। গত ২ রাত আমিও ঘুমাই না। তারেককে নিয়ে আরেক পোস্টে শিখা বলেন, ‘মানুষটা আপনাদের কাছে খুবই খারাপ হতে পারে কিন্তু সে আমার সন্তানের বাবা। আমার সহ্য ক্ষমতা একেবারে শূন্যের ঘরে চলে গেছে। তিন দিন না খেয়ে কিভাবে আছে! যেই মানুষটা বাসায় আসতে আসতে জিজ্ঞেস করে কি রান্না করেছো? যে কি না পারলে পোশাক পরিবর্তন না করেই খেতে বসে সে আজ তিন দিন ধরে একটু পানিও খায়নি।’ ওই পোস্টে তারেক রহমানের স্ত্রী আরো বলেন, ‘রাজনীতিতে সমালোচনা জরুরি কিন্তু আপনারা যা করছেন তা অন্যায়। একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। ২০১৮ এবং ২৪-এর নির্বাচন করা ইসির অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। এই ইসি কী করে এই বাংলাদেশে নির্বাচনের দায়িত্ব পালন করে সেটাই দেখার বিষয়।’ তারেক রহমানকে নিয়ে সমালোচনাকারীদের বার্তা দিয়ে তিনি বলেন, ‘আম তারেক মধু তারেক যাই বলেন না কেন তার অবদান আপনার থেকে ১০০ গুণ বেশি। তাকে যতই হেয় করেন তার রাজনীতি শেষ করতে পারবেন না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
