|
পাঁচ দাবিতে ঢাকার রাজপথে জামায়াতসহ ৮ দল
নতুন সময় প্রতিবেদক
|
![]() পাঁচ দাবিতে ঢাকার রাজপথে জামায়াতসহ ৮ দল বৃহস্পতিবার বেলা ১১টার পর মতিঝিলের শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে সমাবেশে মিলিত হয় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। মহানগর উত্তরের মিছিল নয়াপল্টন হয়ে একই স্থানে আসে। পূর্ব ঘোষণা অনুযায়ী সেখানে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলাদা আলাদা মিছিল। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তাদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করার কথা রয়েছে। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সব দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারকে স্মারকলিপি দেবেন বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। মিছিলের শুরুতে হামিদুর রহমান বলেন, “আমরা প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে আমাদের দাবি তুলে ধরব। এজন্য এসব দাবি আগের মতোই একেবারে সুস্পষ্ট। “অর্থাৎ গণভোট যেন অবশ্যই নির্বাচনের আগে হয় এবং পৃথক দিবসে হয়।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
