ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
কে এই ভারতের নতুন উপসেনাপ্রধান রাজীব ঘাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 June, 2025, 8:34 PM

কে এই ভারতের নতুন উপসেনাপ্রধান রাজীব ঘাই

কে এই ভারতের নতুন উপসেনাপ্রধান রাজীব ঘাই

অপারেশন সিন্দুর’ পরবর্তী সংঘর্ষ বিরতির জন্য তাঁর সঙ্গেই যোগাযোগ করেছিল পাকিস্তান। তিনি ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) রাজীব ঘাই।

এবার তাঁকে আরও বড় দায়িত্ব দিল ভারত। দেশটির নতুন উপ সেনাপ্রধান তথা ডেপুটি চিফ অব আর্মি স্টাফ (স্ট্র্যাটেজি) পদে বসানো হল লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে। পাশাপাশি ডিজিএমও পদেও বহাল থাকছেন তিনি। একই সঙ্গে দু’টি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন তিনি।

সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নতুন পদের খবর জানানো হয়েছে। 
ভারতীয় সেনার অপারেশনস ও ইন্টেলিজেন্স ডিরেক্টর সহ বিভিন্ন শাখার তত্ত্বাবধান করবেন লেফটেন্যান্ট জেনারেল ঘাই। এখন তিনি যে পদে রয়েছেন, তাকে ভারতীয় সেনার অন্যতম গুরুত্বপূর্ণ  পদ হিসেবে বিবেচনা করা হয়। 


২০২৪ সালে ডিজিএমও পদে যোগ দিয়েছিলেন রাজীব। কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ছিলেন কুমায়ুন রেজিমেন্টের সিনিয়র অফিসার। তার আগে শ্রীনগরে চিনার কোর-এর জেনারেল অফিসার অব কমান্ডিং পদে ছিলেন। জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন।

চলতি বছরের শুরুতে মণিপুর সফর করেছিলেন তিনি। রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে রিপোর্ট পাঠান। জোর দিয়েছিলেন ভারত-মায়ানমার সীমান্তের উপর। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, রা‌জ্য নিরাপত্তা উপদেষ্টা, মুখ্যসচিব সহ রাজ্যের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। দিনকয়েক আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে উত্তম যুদ্ধ সেবা মেডেল পুরস্কার গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল ঘাই। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status