ঈদ উপলক্ষে গরীব অসহায়দের পাশে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব
হায়দার আলী, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() ঈদ উপলক্ষে গরীব অসহায়দের পাশে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব ঈদ উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ কে এম বাদরুল আলম ও সাধারণ সম্পাদক এস এম রুবেল। এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও এই মহতী উদ্যোগে অংশ নেন। জেলা রিপোর্টার্স ক্লাবের চিফ উপদেষ্টা মোঃ সেলিম রেজার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়। তিনি বলেন, "সাংবাদিকরা শুধু খবর সংগ্রহ ও প্রচারেই সীমাবদ্ধ নন, সমাজের বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোও তাদের দায়িত্বের অংশ। এভাবেই আমরা অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করছি।" এ সময় ক্লাবের অন্যান্য উপদেষ্টারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জেলার সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কার্যক্রমেও যে এগিয়ে আসছেন, তা প্রশংসার দাবিদার। তারা সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ঈদের আগে এমন উপহার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষগুলো। তারা জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান। চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এসএম রুবেল বলেন, "সাংবাদিকতার মূল লক্ষ্য শুধু তথ্য প্রচার করা নয়, সমাজ ও মানুষের কল্যাণেও কাজ করা। আমাদের ক্লাবের সদস্যরা সবসময় মানুষের পাশে থাকতে চায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা শাড়ি ও লুঙ্গি বিতরণের উদ্যোগ নিয়েছি। এটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, কিন্তু যদি একজন মানুষেরও উপকার হয়, সেটাই আমাদের আনন্দের বিষয়।" আমরা অসহায় নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষদের পাশে থেকে একযোগে কাজ করে যেতে সর্বোচ্চ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, "এই উদ্যোগ বাস্তবায়নে যারা আমাদের পাশে থেকেছেন, বিশেষ করে ক্লাবের চিফ উপদেষ্টা মোঃ সেলিম রেজা প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই। সমাজের সকল বিত্তবানদের অনুরোধ করবো, আসুন, আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই। তাহলেই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।" |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |