জনগণের পাশে থেকে কাজ করাই বিএনপির রাজনৈতিক আদর্শ : বিএনপি নেতা রানা
নাবিউর রহমান (চয়ন) , সিরাজগঞ্জ
|
![]() জনগণের পাশে থেকে কাজ করাই বিএনপির রাজনৈতিক আদর্শ : বিএনপি নেতা রানা ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সিরাজগঞ্জ-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা বলেন, বিএনপি জনগণের দল। জনগণের পাশে থেকে কাজ করাই বিএনপির রাজনৈতিক আদর্শ। তারেক রহমান জনগণের পাশে থেকে সমস্যা সমাধানে কাজ করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। দীর্ঘ দিনের আন্দোলন-সংগ্রামের পর ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। মানুষ দীর্ঘদিন থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য প্রতীক্ষায় রয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল মালেক তরফদার স্বপন, কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক মিল্টন, কাজিপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুর, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব, সহকারী অধ্যাপক আবুল হাশেম বাবুল, কাজিপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আকবর তালুকদার, পৌর শ্রমিকদলের সভাপতি আবদুল লতিফ, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির খান সোহাগ, উপজেলা বিএনপি সাবেক সদস্য রিপন তালুকদার, তারেক জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আজিম, তারেক জিয়া পরিষদের কাজিপুর উপজেলা সদস্য সচিব লেলিন বাবু, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় সদস্য সানজিদ হোসেন সৌরভ, ছাত্রনেতা রবিউল হাসান রবি প্রমুখ। নাজমুল হাসান তালুকদার রানা আরও বলেন, বেগম জিয়া দেশের জন্য দীর্ঘদিন কারাভোগ করেছেন। তবুও তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে চিকিৎসাধীন থাকার পরও অত্যন্ত বিচক্ষণতার সহিত দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ ১৭ বছরের টানা আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিজমের পতন হলেও আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। আমাদেরকে এখন দেশ গড়ার আন্দোলন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুসলিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আল আমিন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |