ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
ইউক্রেনের হামলায় রাশিয়ার ৩ সাংবাদিক নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 March, 2025, 1:33 PM

ইউক্রেনের হামলায় রাশিয়ার ৩ সাংবাদিক নিহত

ইউক্রেনের হামলায় রাশিয়ার ৩ সাংবাদিক নিহত

ইউক্রেনের হামলায় রাশিয়ার তিন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ওই ঘটনায় সাংবাদিক ছাড়াও আরও তিনজন নিহত হন। তাদের পরিচয় জানা যায়নি। রুশ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সোমবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের কামান হামলায় তিন সাংবাদিকসহ ছয়জন নিহত হয়েছেন।

রাশিয়ান তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, দৈনিক ইজভেস্তিয়ার সংবাদপত্রের সংবাদদাতা আলেকজান্ডার ফেদোরচাক এবং জভেজদা টিভি চ্যানেলের দুই কর্মচারী নিহত হয়েছেন। তাদের একজন ক্যামেরাম্যান আন্দ্রে পানভ এবং অপরজন ড্রাইভার আলেকজান্ডার সিরকেলি এই হামলায় নিহত হয়েছেন।

কমিটি আরও জানিয়েছে, ঘটনার পর তারা একটি ফৌজদারি মামলা দায়ের করেছে। এ ব্যাপারটি এত সহজে বিচারহীন ছেড়ে দেবে না রাশিয়া।এদিকে একই ঘটনায় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের একজন সংবাদদাতা মিখাইল স্কুরাটোভ এবং এক কিশোর আহত হয়েছেন। তাদের শরীরে গুলি লেগেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউক্রেনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওসেক) এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) কাছ থেকে প্রতিক্রিয়া দাবি করেছেন। সংস্থাটি শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করে, যার লক্ষ্য শান্তি ও টেকসই উন্নয়ন গড়ে তোলা, ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করা। মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া সাংবাদিক নিহতের ঘটনায় সংস্থা দুটির কার্যক্রম পদক্ষেপ কামনা করে।

পৃথক বিবৃতিতে এই ঘটনার বিষয়ে মন্তব্য করে জাতিসংঘ মহাসচিবের কার্যালয় জানিয়েছে, জাতিসংঘ সাংবাদিক হত্যার বিরোধিতা করে এবং এই ধরনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায়।

প্রসঙ্গত, গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। যাদের মধ্যে একজন আলজাজিরার সাংবাদিক। সোমবার উত্তর গাজায় আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বেইত লাহিয়ার পূর্ব অংশে তার গাড়ি লক্ষ্যবস্তু করে আঘাত হানে ইসরায়েলি সেনারা।

এর আগে একই দিন দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডে-তে কর্মরত সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন।আবু আযজুম বলেন, মনসুর তার বাড়িতে স্ত্রী এবং ছেলের সাথে ছিলেন। সেখানে হামলা করে তাকে হত্যা করা হয়। এ আক্রমণটিও কোনো পূর্ব সতর্কতা ছাড়াই করা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status