|
ঈদ উপহার নিয়ে গণঅভ্যুত্থানে শহীদ জামালের বাড়িতে গেলেন কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন সদস্যরা
মো.বাচ্চু,রাঙ্গাবালী
|
![]() ঈদ উপহার নিয়ে গণঅভ্যুত্থানে শহীদ জামালের বাড়িতে গেলেন কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন সদস্যরা রোববার বিকেলে কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন পক্ষ থেকে শহীদ জামালের স্ত্রী, সন্তান ও পরিবারের মাঝে এই ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ ওয়ালিদ তালুকদার , সদস্য সচিব ইমরান মাহমুদ সম্রাট, যুগ্ন সদস্য সচিব সিহাবুর রহমান নিয়াম এবং ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অজিয়ান ইসলাম সজল প্রমুখ। সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক ইমরোজ মাহমুদ রুদ্র বলেন, 'জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারই আমাদের সবার পরিবার। তাদের সুখে-দুঃখে অংশীদার হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
