ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
কালিয়াকৈরে বিক্ষোভরত শ্রমিকদের উপর যুবদল নেতার নেতৃত্বে হামলা, কারখানা ভাঙচুর, আহত-১০
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 23 March, 2025, 5:38 PM

কালিয়াকৈরে বিক্ষোভরত শ্রমিকদের উপর যুবদল নেতার নেতৃত্বে হামলা, কারখানা ভাঙচুর, আহত-১০

কালিয়াকৈরে বিক্ষোভরত শ্রমিকদের উপর যুবদল নেতার নেতৃত্বে হামলা, কারখানা ভাঙচুর, আহত-১০

ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাসসহ ৯দফার দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের উপর স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০জন শ্রমিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বটতলা এলাকায় দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামের একটি সোয়েটার কারখানায়। ওই কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস, টিফিন বিল বৃদ্ধি, বাৎসরিক ছুটির টাকা, হাজিরা বোনাস বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটিতে গেলে শ্রম আইন অনুযায়ী টাকা দেয়াসহ ৯দফা দাবিতে রোববার সকাল থেকে বিক্ষোভ শুরু করে।

 এতে এক পর্যায়ে গাজীপুর  জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামানের নেতৃত্বে দুই শতাধীক নেতা-কর্মী  শ্রমিকদের উপর হামলা করে। এসময়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে অন্তত ১০জন শ্রমিক  আহত হয়েছে। পরে ওই সময় শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাংচুর করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করে। পরে উত্তেজিত শ্রমিকরা পুলিশ সদস্যদের উপেক্ষা করে কারখানার পাশে থাকা ওই যুবদল নেতার একটি মুদি দোকান ভাংচুর ও লুটপাট করে। 


কারখানার শ্রমিকরা জানায়, তারা গত দুইদিন ধরে ৯ দফা দাবিতে বিক্ষোভ করছে। এরমধ্যে রোববার সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শ্রমিকদের উপর হামলা করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আমাদের ১০জন শ্রমিক আহত হয়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো. মনিরুজ্জামান বলেন, কারখানার মালিকের ডাকে সারা দিয়ে আমরা স্থানীয়রা সকালে কারখানায় গিয়েছিলাম তবে আমরা শ্রমিকদের উপর কোনো হামলা চালায়নি।

কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সেলিম জানান,  কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের দাবি গুলো এলোমেলো। তাদের সঙ্গে ও মালিক পক্ষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কথা বলে সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status