|
কাজিপুরে বিএনপি নেতার পদ স্থগিত, স্বেচ্ছাসেবকদল নেতাকে অব্যাহতি দান
নাবিউর রহমান (চয়ন),কাজিপুর
|
![]() কাজিপুরে বিএনপি নেতার পদ স্থগিত, স্বেচ্ছাসেবকদল নেতাকে অব্যাহতি দান গত শনিবার( ২২ মার্চ) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলায় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ন আহবায়ক নাজমুল হক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে কাজিপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আধিপত্য বিস্তারে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা, দলীয় কোন্দল সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হলো। কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক আসাদুল ইসলামের পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এর প্রাথমিকপদসহ দলীয় সকল পদ হইতে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য তার সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি দেখেছি জানিয়ে, এটা আমার প্রতি অন্যায় করা হয়েছে। তবুও মেনে নিয়েছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
