ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
দূর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে বরখাস্ত দলিল লিখক সমিতির সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 23 March, 2025, 2:04 PM
সর্বশেষ আপডেট: Sunday, 23 March, 2025, 2:08 PM

দূর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে বরখাস্ত দলিল লিখক সমিতির  সংবাদ সম্মেলন

দূর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে বরখাস্ত দলিল লিখক সমিতির সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদ সরকারকে দূর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে জেলা রেজিষ্ট্রার খন্দকার জামিলুর রেজা সাময়িকভাবে বরখাস্ত করার প্রায় ২ মাস পর সংবাদ সম্মেলন করলেন তিনি।  

রবিবার (২৩ মার্চ) দুপুর ১২ টায় সোনারগাঁ উপজেলা সাব রেজিষ্ট্রি অফিস কার্যালয়ের নিচ তলায় সনদ স্থগিতাদেশের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন শহীদ সরকার। 

উল্লেখ্য যে, সোনারগাঁ উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক গাজী কামাল হোসেন ২০২৪ সালের ১লা অক্টোবর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ে সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদ সরকার তার বোন নকল নবিশ রূপালী ওরফে আছিয়া, লিপি আক্তার ও রিনা আক্তার, ভাই মনির হোসেন সরকার ও পনির হোসেন সরকারের বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর সরেজমিনে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগকারীর লিখিত বক্তব্য ও স্বাক্ষীদের সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হয়। দূর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার খন্দকার জামিলুর রেজা স্বাক্ষরিত এক পত্রে মো.শহীদ সরকারকে সাময়িকভাবে তার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে দলিল লেখার মূল সনদটি বাতিল পূর্বক আইনগত ব্যবস্থা কেন নেয়া হবে না তার সু-স্পষ্ট জবাব পত্রপ্রাপ্তির ১৫ কার্য দিবসের মধ্যে সোনারগাঁ সাব রেজিষ্ট্রারের মাধ্যমে জেলা রেজিষ্ট্রারের কার্যালয়ে প্রেরণ করার নির্দেশ দেয়া হয়।

অভিযোগকারী গাজী কামাল হোসেন জানান, শহীদ সরকার দাঙ্গাবাজ লোক। তার ভাই বোনদের রেজিষ্ট্রি অফিসে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে। তাদের মাধ্যমে বিভিন্ন সময়ে দাঙ্গা হাঙ্গামা হয়ে থাকে। গত চার বছর দলিল লিখক সমিতির টাকা আত্মসাত করেছে। এছাড়াও নকল নবিশদের কাছ থেকে প্রতি দলিলে ১শ টাকা করে চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দেয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ বিষয়গুলো তুলে ধরে তিনি অভিযোগ দায়ের করেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।

সোনারগাঁ উপজেলা সাব রেজিষ্ট্রার মো. মুজিবুর রহমান বলেন, শহীদ সরকারকে সাময়িকভাবে দলিল লেখার কার্যক্রম থেকে বিরত রাখার পাশাপাশি আরও ৫ জনকে এই অফিস থেকে বদলি করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অভিযোগকারী গাজী কামাল হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার আসামী হওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ আনেন শহীদ সরকার। তিনি আরো উল্লেখ্য করেন, তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগের কারণে বিভিন্ন সময় তিনি ৪ বার কারা বরণ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status