ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে গণপিটুনি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 March, 2025, 8:44 PM
সর্বশেষ আপডেট: Saturday, 15 March, 2025, 9:04 PM

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে গণপিটুনি

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে গণপিটুনি

চট্টগ্রামের মীরসরাইয়ে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে কবির আহম্মদ (২৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (১৫ মার্চ) সকালে মীরসরাই পৌর সদরের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কবির আহম্মদ দীর্ঘদিন ধরে দুই স্কুলছাত্রী ও তাদের সহপাঠীদের প্রাইভেট পড়তে যাওয়ার পথে উত্ত্যক্ত করছিল। দিনের পর দিন এমন ঘটনার শিকার হয়ে ছাত্রীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানান। শনিবার সকালে, প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হলে ওই যুবক ফের তাদের পিছু নেয় এবং উত্ত্যক্ত করতে থাকে।


এ সময় এক ছাত্রীর বাবা বিষয়টি লক্ষ্য করে স্থানীয়দের সহায়তায় কবিরকে হাতেনাতে ধরে ফেলেন। মুহূর্তেই আশপাশের মানুষ জড়ো হয়ে উত্ত্যক্তকারী যুবককে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর মোহাম্মদ বলেন, ‘কবির আহম্মদ নামে এক যুবক গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে এসেছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ইভটিজিং-এর দায়ে এক যুবককে গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি নিজেরাই সমাধান করবে বলে ইভটিজারকে হাসপাতালে পাঠিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status