ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
শাহরুখের জন্য দিল্লি থেকে মান্নাতে কফি পাঠাতে চান সেই দোকানদার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 February, 2025, 3:11 PM

শাহরুখের জন্য দিল্লি থেকে মান্নাতে কফি পাঠাতে চান সেই দোকানদার

শাহরুখের জন্য দিল্লি থেকে মান্নাতে কফি পাঠাতে চান সেই দোকানদার

খাবারের দুনিয়ায় একটা কথা প্রচলিত আছে। প্রত্যেকের ডিম খাওয়ার ধরন আলাদা। কথাটা ঠিক বর্ণে বর্ণে সত্যি না হলেও এ কথা মানতেই হবে যে, ডিম খেতে ভালবাসেন যারা তাদের ডিম খাওয়ার নিজস্ব প্রিয় ধরন রয়েছে।

কফির ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা তেমন। কফি নানাভাবে খাওয়া যায়। প্রত্যেকের পছন্দের কফির নিজস্ব স্বাদ আছে। কেউ চিনি ছাড়া কালো কফি পছন্দ করেন। কেউ আবার কালো কফিই খান সামান্য চিনি দিয়ে। 

কেউ ইনস্ট্যান্ট কফি পছন্দ করেন তো কেউ তাজা কফির দানা রোস্ট করে তা থেকে তৈরি করেন ফিল্টার কফি। বলিউড অভিনেতা শাহরুখ খানের কেমন কফি পছন্দ? সেই প্রশ্নেরও উত্তর খোঁজেন ভক্তরা।

এক সাক্ষাৎকারে শাহরুখ তার কফি খাওয়ার গল্প শুনিয়েছেন। জানিয়েছেন, বহু বছর আগে খাওয়া একটি কফির স্বাদ আজও তার স্মৃতিতে উজ্জ্বল। এখনও মাঝেমধ্যেই সেই কফি খাওয়ার ইচ্ছে হয় তার। তবে চাইলেই খাওয়া সম্ভব হয় না। কারণ তিনি মুম্বাইয়ের বাসিন্দা আর সেই কফি পাওয়া যেত দিল্লিতে।

মুম্বাইয়ের বান্দ্রার মান্নাতবাসী শাহরুখের ছোটবেলা কেটেছে দিল্লিতে। এমনকি কলেজের পড়াশোনাও তিনি শেষ করেছিলেন সেখানেই। বন্ধুদের সঙ্গে দিল্লির রাস্তায় ঘুরে বেড়ানোর গল্পও বহু বার শুনিয়েছেন শাহরুখ। 

দিল্লিতে স্কুলে এবং কলেজে পড়াকালীন বন্ধুদের সঙ্গে একটি দোকানে প্রায়ই কোল্ড কফি খেতে আসতেন কিং খান। সেই কফির দোকানের নাম মনে করে শাহরুখ জানিয়েছেন, দোকানের নাম ছিল ‘ডিপল কফি শপ’। কাচের বোতলে ঠান্ডা কফি ভর্তি করে পরিবেশন করা হত। 

শাহরুখ জানিয়েছেন, স্কুল-কলেজে পড়াকালীন ওই কফির দোকান ছিল তাদের আড্ডা দেওয়ার এবং আয়েশ করে সময় কাটানোর জায়গা। সেই সব স্মৃতি এখনও তার মনে পড়ে।

শাহরুখ যে কফির দোকানের কথা বলছেন, সেটির ঠিকানা দিল্লির জনপথ ভবন। ৭২ বছরের পুরনো ওই দোকানের মালিক অশ্বিনী কাঠপালিয়া জানাচ্ছেন, শাহরুখ ‘ফৌজি’তে অভিনয় করার পরেও ওই দোকানে গিয়ে তার প্রিয় কফি খেয়ে এসেছেন। শুরু থেকে কোল্ড কফিই বানাতেন তারা। শাহরুখও সেই কফিই খেতে ভালবাসতেন। 

সাক্ষাৎকারে শাহরুখের কফি খাওয়ার কথা শুনে অশ্বিনী বলেছেন, ‘উনি হয়তো এখন আর আসতে পারবেন না। তবে তার যদি ছেলেবেলার প্রিয় কফি খাওয়ার কখনও ইচ্ছে হয়, তবে উনি আমাদের ফোন করলেই দিল্লি থেকে মান্নাতে কফি পাঠানোর ব্যবস্থা করব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status