যুক্তরাষ্ট্রেও দল হারালেন সাকিব
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রেও দল হারালেন সাকিব শনিবার মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য রিটেইন ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। ২০২৪ সালে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে খেলা সাকিবকে সামনের মৌসুমের জন্য বাদ দিয়েছে দলটি। ক্রিকেট মাঠে সাকিবকে সবশেষ দেখা গেছে গত নভেম্বরে। আবুধাবি টি-২০ লিগে খেলার পর আর মাঠে নামা হয়নি তার। মাঝে ভারতের লিজেন্ড ৯০ লিগে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। জাতীয় দলের হয়ে গত অক্টোবরে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলতে নেমেছিলেন সাকিব। গত মৌসুমে নাইট রাইডার্সের হয়ে মাত্র ৪ ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। ৪ ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছিল মাত্র ৬০ রান, উইকেট পেয়েছেন মাত্র ১টি। এই মুহূর্তে বোলিংয়ে নিষিদ্ধ সাকিব। ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এমএলসির প্লেয়ার্স ড্রাফটে ফ্র্যাঞ্চাইজিগুলো শুধু ব্যাটার সাকিবকে নিতে চাইবে কিনা সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |