ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে চান ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 12:58 PM

দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে চান ট্রাম্প

দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে চান ট্রাম্প

একের পর এক বিতর্ক সৃষ্টির মধ্যেই এবার দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দক্ষিণ আফ্রিকার শেতাঙ্গরা। শেতাঙ্গদের প্রায় সব লবি গ্রুপ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

দক্ষিণ আফ্রিকায় শেতাঙ্গ ও অশেতাঙ্গদের মধ্যে ব্যাপক ভূমিবৈষম্য রয়েছে। এটি নিরসনে গত মাসে একটি ‘ভূমি অধিগ্রহণ’ আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এরপরই মূলত ট্রাম্প প্রশাসনের ক্ষোভের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। আর এর পেছনে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের ইন্ধন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন, যেখানে দক্ষিণ আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সব ধরনের সহায়তা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ওই আদেশে আরও বলা হয়, দক্ষিণ আফ্রিকায় অন্যায় জাতিগত বৈষম্যের শিকার আফ্রিকানারদের যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী হিসেবে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকা এক সময় ব্রিটিশ উপনিবেশ ছিল। ফলে এই অঞ্চলে শ্বেতাঙ্গদের উপস্থিতি বেশি। ১৯৪৮ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত বর্ণবৈষম্যমূলক শাসনের মধ্য দিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ব্রিটিশ শাসকরা যখন দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যায়, তখন তারা বেশির ভাগ কৃষিজমি শ্বেতাঙ্গদের দিয়ে গেছেন। এ জন্য দেশটিতে ভূমিবৈষম্য এখনো প্রকট।

২০১৭ সালের একটি সরকারি জরিপ বলছে, ৮০ শতাংশ দক্ষিণ আফ্রিকান কৃষ্ণাঙ্গ হলেও তারা মোট ব্যক্তিমালিকানাধীন কৃষিজমির মাত্র ৪ শতাংশের মালিক। অন্যদিকে জনসংখ্যার মাত্র ৭ শতাংশ শ্বেতাঙ্গ, যারা মোট জমির প্রায় ৭৫ শতাংশের মালিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status