৯ বছর পর আবারও প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন
নতুন সময় ডেস্ক
|
![]() ৯ বছর পর আবারও প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল বলেছেন, ‘সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বোলিং পরীক্ষা দিতে হবে। তবে আপাতত সানির বোলিং করতে কোনো বাধা নেই। এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদের সঙ্গে সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে অ্যাকশন শুধরে বোলিং করার অনুমতি পান দুজনে। এবারের বিপিএলে সানিই প্রথম বোলার নন, বাঁহাতি স্পিনারের আগে তারই বিপিএল সতীর্থ আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। আলিস পরীক্ষা দিলেও তার ফল এখন পাওয়া যায়নি।বোলিং অ্যাকশনের সন্দেহর দিনটাও ভালো যায়নি সানির। তবে বরিশালকে হারিয়ে সেদিন কোয়ালিফায়ার নিশ্চিত করে তার দল চিটাগাং। ওদিন ৪১ রান দিয়ে ১ উইকেট নেন ৩৮ বছর বয়সী স্পিনার। গতকাল অবশ্য ফাইনালে ওঠার ম্যাচে বরিশালের কাছেই হেরেছে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে আগামীকাল জিততে পারলে ফাইনাল নিশ্চিত হবে তার দলের। সব মিলিয়ে এবারের বিপিএলে ৯ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |