ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বাসচালকের পরামর্শেই কোহলিকে আউট করলেন হিমাংশু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 February, 2025, 3:45 PM

বাসচালকের পরামর্শেই কোহলিকে আউট করলেন হিমাংশু

বাসচালকের পরামর্শেই কোহলিকে আউট করলেন হিমাংশু

সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ফর্মে ফিরতে দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। তবে দিল্লির হয়ে রেলওয়ের বিপক্ষে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি কোহলির। মাত্র ১৫ বলে ৬ রান করে বোল্ড হন তিনি। কোহলিকে বোল্ড করেন রেলওয়ের পেসার হিমাংশু সাঙ্গোয়ান। কোহলিকে আউট করার পেছনের চমকপ্রদ এক গল্প শুনিয়েছেন হিমাংশু। 

অস্ট্রেলিয়া সফরে বারবার অফ-স্ট্যাম্পের বাইরের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে কিংবা টাইমিং গড়বড় করতে গিয়ে আউট হয়েছিলেন কোহলি। তার এমন দূর্বলতার কথা জানতেন রেলওয়ে দলের বাসচালকও। তাই হিমাংশুকে ওই লাইনে বল করার পরামর্শ দিয়েছিলেন বাসচালক।

দ্য হিন্দুস্তান টামসকে হিমাংশু বলেন ‘বাসের চালক পর্যন্ত আমাকে বলেছিলেন, 'তুমি জানো, তোমার বিরাট কোহলিকে আউট করতে চতুর্থ-পঞ্চম স্ট্যাম্প লাইনে বল করা উচিত, তাহলে সে আউট হয়ে যাবে।' আমার আত্মবিশ্বাস ছিল। আমি শুধু নিজের শক্তির ওপর মনোযোগ দিতে চেয়েছিলাম, অন্যের দুর্বলতার ওপর নয়। আমি নিজের শক্তি অনুযায়ী বল করেছি এবং শেষ পর্যন্ত উইকেট পেয়েছি।’

হিমাংশু আরও বলেন, ‘ম্যাচের আগে, বিরাট কোহলি ও ঋষভ পন্থ দিল্লির হয়ে খেলবেন কিনা তা নিয়ে আলোচনা চলছিল। তখন আমরা জানতাম না যে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে। আমি রেলওয়ে দলের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলাম। দলের প্রত্যেক সদস্য বলছিল যে তারা মনে করে আমি বিরাট কোহলিকে আউট করবো।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status