বাসচালকের পরামর্শেই কোহলিকে আউট করলেন হিমাংশু
নতুন সময় ডেস্ক
|
![]() বাসচালকের পরামর্শেই কোহলিকে আউট করলেন হিমাংশু অস্ট্রেলিয়া সফরে বারবার অফ-স্ট্যাম্পের বাইরের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে কিংবা টাইমিং গড়বড় করতে গিয়ে আউট হয়েছিলেন কোহলি। তার এমন দূর্বলতার কথা জানতেন রেলওয়ে দলের বাসচালকও। তাই হিমাংশুকে ওই লাইনে বল করার পরামর্শ দিয়েছিলেন বাসচালক। দ্য হিন্দুস্তান টামসকে হিমাংশু বলেন ‘বাসের চালক পর্যন্ত আমাকে বলেছিলেন, 'তুমি জানো, তোমার বিরাট কোহলিকে আউট করতে চতুর্থ-পঞ্চম স্ট্যাম্প লাইনে বল করা উচিত, তাহলে সে আউট হয়ে যাবে।' আমার আত্মবিশ্বাস ছিল। আমি শুধু নিজের শক্তির ওপর মনোযোগ দিতে চেয়েছিলাম, অন্যের দুর্বলতার ওপর নয়। আমি নিজের শক্তি অনুযায়ী বল করেছি এবং শেষ পর্যন্ত উইকেট পেয়েছি।’ হিমাংশু আরও বলেন, ‘ম্যাচের আগে, বিরাট কোহলি ও ঋষভ পন্থ দিল্লির হয়ে খেলবেন কিনা তা নিয়ে আলোচনা চলছিল। তখন আমরা জানতাম না যে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে। আমি রেলওয়ে দলের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলাম। দলের প্রত্যেক সদস্য বলছিল যে তারা মনে করে আমি বিরাট কোহলিকে আউট করবো।’ |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |