ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রাণীনগরে ব্যবসায়ী যুবককে কুপিয়ে জখম
কাজী আনিছুর রহমান,রাণীনগর
প্রকাশ: Sunday, 5 January, 2025, 5:07 PM

রাণীনগরে ব্যবসায়ী যুবককে কুপিয়ে জখম

রাণীনগরে ব্যবসায়ী যুবককে কুপিয়ে জখম

নওগাঁর রাণীনগরে দোকান থেকে ফেরার পথে দুর্বৃত্তরা দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে জখম করেছে । শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় নামক এলাকায় এঘটনা ঘটে। আহত দেলোয়ার কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে।
আহত দেলোয়ার হোসেন জানান,আবাদপুকুর চারমাথায় তার তাসনিম পেপার হাউজ ও ফটোকপির দোকান রয়েছে। সেই সাথে বিকাশে লেনদেনের ব্যবসাও রয়েছে । শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার সময় আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় নামক স্থানে পৌছলে ৫/৭জন মুখোষধারী মোটরসাইকেল চলন্ত অবস্থায় লোহার রড দিয়ে এ্যলোপাথারি কোপাতে থাকে। এসময় রক্তাক্ত জখম অবস্থায় কোন রকমে ছুটে বাড়ীতে পৌছেন। পরে লোকজন তাকে উদ্ধার করে আবাদপুকুর একটি ক্লিনিকে ভর্তি করে দেয়। তিনি জানান,হামলাকারীরা হয়তো ছিন্তাইয়ের উদ্দেশ্যেই পথরোধ করেছিল। কিন্তু মোটরসাইকেল আটকাতে না পেরে কোন কিছু নিতে পারেনি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,এঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status