সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান তিনটি ভাটার মালিককে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
ভাম্যমান আদালত তিনটি ইটভাটা মালিককে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী মেসার্স এম.এম ব্রিকস, আগড়দাঁড়ি বেতলা গ্রামের সৌদিয়া ব্রিকস ও ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকস এ অভিযান চালানো হয়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |