ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
মনোহরগঞ্জে যুবদলের সভা কেন্দ্র করে আজিম-কালাম গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Thursday, 2 January, 2025, 8:33 PM

মনোহরগঞ্জে যুবদলের সভা কেন্দ্র করে আজিম-কালাম গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ

মনোহরগঞ্জে যুবদলের সভা কেন্দ্র করে আজিম-কালাম গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ

কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের সভা কেন্দ্র করে দু’টি গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজার এলাকায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) আনোয়ার উল আজিম ও নির্বাহী কমিটির শিল্পবিষয়ক আবুল কালাম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে মনোহরগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে আবুল কালাম সমর্থিত যুবদলের নেতা-কর্মীদের সভায় যোগ দিতে আসেন কুমিল্লা জেলা যুবদলের নেতৃবৃন্দ। সভা শুরু হলে বিএনপির কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিম সমর্থিত নেতা-কর্মীরা শোডাউন করে মিছিল বের করে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ৪টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সংঘর্ষ শুরু হলে সভাস্থলে কুমিল্লা থেকে আসা নেতা-কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নেতৃবৃন্দ সভাস্থল ত্যাগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবদলের একটি সভা ঘিরে করে বিএনপি’র দু’টি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাাহনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status