সরাইলে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত
আমজাদ হোসেন, সরাইল
|
নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার সাথে এ প্রতিপাদ্য সামনে রেখে সরাইল উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা ও বর্ণাঢ্য ওয়াকাথন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি সিরাজুম মনীরা কায়ছান। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সরাইল মহিলা কলেজে সহকারী অধ্যাপক মাহবুব খান বাবুল প্রমূখ। উপজেলা সমাজ সেবা অফিস থেকে ৭০ জনকে ৩৫ লক্ষ ৯২ হাজার টাকা ঋণ বিতরণ করছেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |