|
দুই বছর ধরে সিঙ্গেল নুসরাত খুঁজছেন শিক্ষিত পাত্র
নতুন সময় ডেস্ক
|
![]() দুই বছর ধরে সিঙ্গেল নুসরাত খুঁজছেন শিক্ষিত পাত্র ![]() দুই বছর ধরে সিঙ্গেল নুসরাত খুঁজছেন শিক্ষিত পাত্র এই অভিনেত্রী বলেন, ‘দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষদিকে ভালোবাসা ছিল না সম্পর্কে। দুজনের কেউই সম্পর্ক রাখার চেষ্টা করিনি। আমি ভালো আছি। তিনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে।’ বর্তমানে নিজেকে সিঙ্গেল দাবি করে ফারিয়া বলেন, ‘গত দুই বছর ধরে আমি সিঙ্গেল। সময়টা দারুণ কাটছে। একা অনেক ভালো আছি। ভালোবেসে বিয়ে করব। এখন কাজ ও জীবন নিয়ে ভাবছি।’ ![]() দুই বছর ধরে সিঙ্গেল নুসরাত খুঁজছেন শিক্ষিত পাত্র নতুন সম্পর্কে বেশি সময় নেবেন না নুসরাত ফারিয়া। মনের মতো কাউকে পেলে দ্রুত বিয়ে করে ফেলবেন বলে জানান তিনি। নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে ‘আবারও বিবাহ অভিযান’ সিনেমায়। টলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। এছাড়াও আলোচিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আইটেম গানে নাচতে দেখা যায় এই অভিনেত্রীকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
