মানিকগঞ্জের শিবালয় গৃহবধূ হত্যায় পরকীয় প্রেমিক আলিফ গ্রেফতার
মোঃ সায়েদুর রহমান, মানিকগঞ্জ
|
মানিকগঞ্জের শিবালয়ে পরকীয়ার বলি গৃহবধু নুরজাহান বেগম (৩৩) হত্যা মামলায় প্রেমিক আলিফকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র। র্যাবের সহযাগীতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ এলাকা থেকে শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |