প্রাপ্ত-অপ্রাপ্তবয়স্কদের সিনেমা বোঝা যাবে যেভাবে
নতুন সময় ডেস্ক
|
![]() প্রাপ্ত-অপ্রাপ্তবয়স্কদের সিনেমা বোঝা যাবে যেভাবে দেশের বাইরে কোনো কোনো দেশে ৪/৬টির মতো সিনেমার গ্রেডিং থাকলেও বর্তমানে বাংলাদেশে দুটি গ্রেডিং পদ্ধতিতে আপাতত সনদ পাচ্ছে সিনেমাগুলো, গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আবদুল জলিল। তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমরা বেশ কিছু সংস্কারের কথা জানিয়েছি কর্তৃপক্ষকে। এরপর দ্রুততম সময়ের মধ্যে আমরা গ্রেডিং পদ্ধতিতে সনদ দিতে পেরেছি। এখন থেকে যত সিনেমা জমা পড়বে, প্রতিটিরই গ্রেডিং করা হবে।’ কীভাবে সিনেমাগুলো গ্রেডিং করছেন, জানতে চাইলে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খান জানান, এসব সিনেমাকে, সেই ১৯৭৭ সালের সেন্সর সনদ বিধি ও ২০২৩ সালের সার্টিফিকেশন আইন অনুযায়ী দুটি ক্যাটাগরিতে গ্রেডিং করা হচ্ছে। ‘ইউ’ ও ‘এ’। সেন্সর সার্টিফিকেশন বোর্ড সূত্রে জানা যায়, ‘ইউ’ ক্যাটাগরির সিনেমা সর্বজনীন বা সব শ্রেণির দর্শকের জন্য প্রযোজ্য। আর ‘এ’ গ্রেডের সিনেমাগুলো শুধু প্রাপ্তবয়স্ক দর্শকের জন্য। এসব সিনেমা কিশোরদের জন্য উপযোগী নয়। সেন্সর সার্টিফিকেশন বোর্ড সূত্রে আরও জানা যায়, গ্রেডিং পদ্ধতিতে আরও কয়েকটি গ্রেড যুক্ত হবে, সেগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। সেভাবেই নতুন আইন ও বিধিমালা করা হচ্ছে। এর আগে ‘নয়া মানুষ’ সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন পেলেও সনদে গ্রেডিং উল্লেখ ছিল না।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |