ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
তিন তারকাকে ছাড়াই চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 November, 2024, 11:33 PM

তিন তারকাকে ছাড়াই চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

তিন তারকাকে ছাড়াই চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে হওয়া সেই আসরটির জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আগেই জানা গিয়েছিল সিরিজে থাকবেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব।   

শুক্রবার (১ নভেম্বর) দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জ্বরের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব ছাড়ার কথা থাকলেও এ সিরিজেও নেতৃত্ব দেয়া হয়েছে নাজমুল হাসান শান্তকে। 

ঘোষিত স্কোয়াডে চমক তরুণ পেসার নাহিদ রানার ডাক পাওয়া। টেস্টের পর প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন এ তরুণ পেসার। এছাড়া পুরনোদের মধ্যে দলে ঢুকেছেন ওপেনার ব্যাটার জাকির হাসান ও স্পিনার নাসুম আহমেদ। আগের সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।

সাকিব আফগান সিরিজে থাকবেন না আগেই তার ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেছিলেন, সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি তার সঙ্গে ২-১ বার কথা বলেছি। প্র্যাকটিসেও খুব একটা নাই সে। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।

শনিবার সন্ধ্যায় স্কোয়াডের এক অংশ ঢাকা ছাড়বে। নাজমুল শান্তসহ বাকিরা রোববার। আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। 

বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status