ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের অবস্থান কর্মসূচী পালিত
ট্রেন থামিয়ে আন্দোলন সাময়িক জনদূর্ভোগ যাত্রী হেনস্তা
মো, মাসুদ রানা, গাজীপুর
প্রকাশ: Monday, 21 October, 2024, 5:31 PM

ট্রেন থামিয়ে আন্দোলন সাময়িক জনদূর্ভোগ যাত্রী হেনস্তা

ট্রেন থামিয়ে আন্দোলন সাময়িক জনদূর্ভোগ যাত্রী হেনস্তা

গাজীপুরে ট্রেন থামিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠন। এতে সকালে ঢাকা অভিমূখী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কিছু যাত্রীকে বিক্ষোভ প্রকাশ করে হেনস্তার শিকার হতে দেখা গেলেও অন্যান্য যাত্রীরা বলেন, স্থায়ী ভোগান্তি সমাধানের জন্য সাময়িক ভোগান্তি তাদের কাছে কোনো বিষয় নয়। 

আব্দুর রহমান নামক এক যাত্রী বলেন, জয়দেবপু রেল স্টেশন যেনো যাত্রী ভোগান্তির এক অভয়াশ্রম। গাজীপুর মহানগর বাংলাদেশের সবচেয়ে বড় নগর হওয়ার পরও অবহেলিত এই জনপদ। ঢাকায় যাওয়ার জন্য সড়কপথে যানজটের কারণে সড়কপথের পরিবর্তে সাধারন জনগণের জন্য সহায়ক হলো রেল যোগাযোগ। তিনি জয়দেবপুর স্টেশনে সকল আন্তঃনগর ট্রেন থামাসহ জয়দেবপুর থেকে এক ঘন্টা পরপর কমিউটার ট্রেন চালু, তুরাগ ট্রেনের মাসিক টিকেট ৪৫০/- করা, ট্রেনের বগি বৃদ্ধি করা, মহিলাদের জন্য আলাদা বগি দেয়া, পূর্বে চলতো এমন ট্রেন পুণরায় চালু করা, জয়দেবপুর স্টেশনের বরাদ্দকৃত টিকিট সংখ্যা বাড়ানো, আসন বিহীন টিকেটের মূল্য স্টেশন অনুযায়ী ২০ ও ৩০ টাকা করা এবং গাজীপুরের দুঃখ রেলগেটের জনদূর্ভোগ কমানোর জন্য ফ্লাইওবার নির্মাণের দাবী জানান।  সংগঠনের সভাপতি প্রকৌশলী সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্ত্য রাখেন ভাষাসৈনিক এডভোকেট আলাউদ্দিন, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, শিক্ষক নেতা আসাদুজ্জামান নূর, পেশাজীবি নেতা অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, বিএনপি নেতা কামরুল হাসান প্রমুখ। সকর নেতৃবৃন্দই দাবীগুলোর সাথে একাত্মতা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status