ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Sunday, 20 October, 2024, 7:01 PM

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদীতে তুচ্ছ ঘটনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ২০ অক্টোবর রবিবার বিকেলে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) আয়োজনে উপজেলার সীমান্ত সড়কের মেঘাদল এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বাগাছাসের শ্রীবরদী সভাপতি জীবন ম্রংয়ের সঞ্চালনায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর নেতৃস্থানীয়দের মধ্যে বক্তব্য দেন চন্দ্র মৃ, টনিস ম্রং, ইভা মং, সমাপ্তী ম্রং, মর্নিংটন মং, ক্লেনসন থিগিদি প্রমুখ। বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর বাবেলাকোনা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুলের ছেলে শোভন দালবৎ এর নেতৃত্বে ১০ হতে ১২ জন একই গ্রামের বিশ্বনাথ মৃ ও তার মেয়ে কলেজপড়ুয়া শিক্ষার্থী ইভা ম্রংয়সহ তার পরিবারের সদস্যদের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। ওইসময় বিশ্বনাথ ম্রং ও তার মেয়েকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয় বিশ্বনাথ মৃ ও তার মেয়ে ইভা মং। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

ওই ঘটনায় বিশ্বনাথ মৃ বাদী হয়ে শ্রীবরদী থানায় শোভন দালবৎসহ ১০/১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ওই ঘটনার পর আবারও হামলা করে মারধরের হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেন বক্তারা। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান মানববন্ধনে অংশ গ্রহণকারীরা। মানববন্ধনে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক লোক অংশ গ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status