ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
তামিম হত্যার প্রতিবাদে চুয়েটে শিক্ষক,শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
ইপসিতা জাহান সুমা
প্রকাশ: Sunday, 20 October, 2024, 6:47 PM

তামিম হত্যার প্রতিবাদে চুয়েটে শিক্ষক,শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

তামিম হত্যার প্রতিবাদে চুয়েটে শিক্ষক,শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল  বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী তানজিল জাহান ইসলাম (তামিম) এর হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা। আজ ২০ অক্টোবর (রবিবার) বেলা সাড়ে বারোটার দিকে অত্র বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘটনাসূত্রে জানা যায়, চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক  কৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তামিম যোগ দেন দীপ্ত টিভির সম্প্রচার বিভাগে। এছাড়া ঢাকায় মহানগর প্রজেক্টের বাড়িটির ৭ম তলায় দুটি ফ্ল্যাট নিয়ে থাকতেন তিনি ও তাঁর পরিবার। প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেড ডেভেলপার কোম্পানির তাদের মোট পাঁচটি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও বুঝিয়ে না দেওয়ায় বছরখানেক আগে এ ব্যাপারে একটি মামলাও করা হয়। 

গত ৯ই অক্টোবর ডেভেলপার কোম্পানির সঙ্গে একটি সমঝোতা হয় এবং অষ্টম তলায় তাকে দুটি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা জানানো হয়। সেই অনুযায়ী ১০ অক্টোবর সকালে অষ্টম তলার ফ্ল্যাটে লেবার দিয়ে কিছু কাজ করাচ্ছিলেন তামিম। তখন হঠাৎ ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপক আব্দুল লতিফ মির্জা, ফ্ল্যাট মালিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মামুন, ডেভেলপার কোম্পানির কর্ণধার বিএনপি নেতা রবিউল আলম এবং তার সন্ত্রাসী বাহিনী ফ্ল্যাটে অতর্কিত হামলা চালায়। তামিমকে মারধর করতে থাকে তারা। চিৎকার শুনে তামিমের বড় ভাই সামভির জাহান ইসলাম ছুটে এলে তাঁকেও মারধর করে একপর্যায়ে চলে যায় তারা। তখন ৯৯৯ এ কল করে সহায়তা চান ভুক্তভোগীরা। এর মধ্যে ভীষণ অসুস্থবোধ করতে থাকেন তামিম। মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে সেসময় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ চুয়েটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দোষীদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা।

 বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহমান ভূইঞা বলেন, আমাদের চুয়েটের সাবেক শিক্ষার্থী ও গ্রাজুয়েট তামিমকে যেভাবে নৃশংস ভাবে হত্যা করা হয়,আজকের বাংলাদেশে এ বিষয়টি মোটেই কাম্য নয়। আমরা এমন ঘটনার প্রতিবাদ জানাচ্ছি ও যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি শোক সন্ত্রস্ত পরিবারের প্রতিও আমরা সমবেদনা জ্ঞাপন করছি। সমাজের এমন ব্যক্তিরা যদি এভাবে হারিয়ে যায়, তাহলে এ সমাজের দায়িত্ব কারা নিবে। আমাদের প্রশ্ন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি কেন। আমরা অতিসত্ত্বর হত্যাকারীদের বিচারের আওতায় আনতে চাই।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম বলেন, চুয়েটে শিক্ষক-শিক্ষার্থী , কর্মকর্তা কর্মচারী যারা আছে, আমরা সবাই একটা পরিবার। সকলের বিপদেই আমরা পাশে দাঁড়াব। সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে তা খুবই ন্যাক্কারজনক। সামান্য একটা ফ্ল্যাটের বিরোধের জেরে একজন প্রকৌশলীকে এভাবে প্রাণ দিতে হলো। এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। আমরা সবাই মিলে এর প্রতিবাদ চালিয়ে যাব যতক্ষন পর্যন্ত এর সুষ্ঠু বিচার না পাওয়া যায়। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, আমরা চাই ঘটনার হুকুমদাতা সহ যারা দায়ী, তারা যে মতাদর্শেরই হোক, তাদেরকে যেন গ্রেফতার করা হয়।

স্টাফ এসোসিয়েশনের সভাপতি মোঃ জামাল উদ্দীন বলেন, আমরা চুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিল জাহান তামিমের হত্যার বিচারের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। যারা এখনো আটক হয় নি তাদের সহ দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যেন করা হয়। 

কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম বলেন, দেশের এমন পরিস্থিতিতে আমাদেরকে এখানে এভাবে দাঁড়াতে হবে আমরা ভাবি নি। কর্মকর্তা কর্তা সমিতির পক্ষ থেকে এমন হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। এ বর্বেরোচিত হত্যা কখনো কাম্য ছিল না। সরকারের উপদেষ্টা মন্ডলীকে এ মানববন্ধন থেকে অনুরোধ করব, যদি নিয়ম বহির্ভূত হত্যা বন্ধ করা না যায়, তবে কোনো উন্নতিই কোনো সফলতা বয়ে আনবে না। সেজন্য এ ঘটনায় আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে যেন বিচারের আওতায় আনা হয় সেই দাবি জানাচ্ছি।

উল্লেখ্য ইতঃপূর্বে গত১৮ই অক্টোবর(শুক্রবার) চট্টগ্রাম  প্রেসক্লাবের সামনেও চুয়েটের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনতার উপস্থিতিতে প্রকৌশলী ও নাগরিক সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status