স্থানীয় জনগণ ও বোর্ডের মতামতের ভিত্তিতে বাঁধ নির্মাণ হবে,সচিব : নাজমুল আহসান
মেহেদী হাসান শামীম,শেরপুর
প্রকাশ: Saturday, 19 October, 2024, 7:56 PM
স্থানীয় জনগণ ও বোর্ডের মতামতের ভিত্তিতে বাঁধ নির্মাণ হবে,সচিব : নাজমুল আহসান
শেরপুর জেলায় সাম্প্রতিক বন্যায় নদী/বাঁধ ভাঙ্গন ও করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর শনিবার বিকেল ৩টায় জেলা প্রশাসন শেরপুর'র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: নাজমুল আহসান।
মতবিনিময়ে প্রধান অতিথি নাজমুল আহসান তার বক্তব্যে বলেন, শেরপুর জেলায় সাম্প্রতিক বন্যায় নদী/বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকা পরিদর্শন করেছি। এ বছরেই স্থানীয় জনগণের মতামত ও পানি উন্নয়ন বোর্ডের টেকনিক্যাল মতামতের ভিত্তিতে টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। নদী ও খাল অবৈধ স্থাপনা তালিকা করে আমরা উচ্ছেদ অভিযান করবো৷ এছাড়া প্রত্যেক জেলায় একটি নদী ও খাল দখলমুক্ত ও পরিস্কার করে ঘোষণা করা হবে।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তুফায়েল আহমেদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার, সিভিল সার্জন জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মো: দিদারুল ইসলাম,জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এবিএম আব্দুর রউফ, জেলা মৎস কর্মকর্তা প্রনব কুমার কর্মকার, শেরপুর গণপুর্তি বিভাগের নির্বাহী প্রকৌশলী সরদার মুহাম্মদ মাহবুবুর রহমান, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: মুস্তাফিজুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস সহ অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তা ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।