ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫ ৬ চৈত্র ১৪৩১
সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে : দুলু
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Saturday, 19 October, 2024, 7:49 PM

সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে : দুলু

সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে : দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বর্তমান অন্তবর্তী সরকারকে শক্তহাতে সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দেশের বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। 

শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু আরো বলেন, পাশের দেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা গত ১৫ বছরের তার নিয়োগ দেয়া দলীয় আমলাদের মাধ্যমে এখনো দেশের প্রশাসন, পুলিশ ও বাজারসহ সব নিয়ন্ত্রণ করার অপচেষ্টা অব্যহত রেখেছে। বাজার, গার্মেন্ট ও বিদ্যুৎসহ সকল সেক্টরে শেখ হাসিনা তার লোকজন দিয়ে অরাজকতা করে অন্তবর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের যে অপচেষ্টা করছে তা শক্ত হাতে রুখে দিতে হবে। সরকারকে সব বিষয়ে নমনীয় আচরণ করলে আওয়ামী লীগের দোসরেরা তাদের অপচেষ্টা অব্যহত রাখবেই। 


প্রয়োজনে গত ১৫ বছরে দেশে তৎকালীন সরকারের দ্বারা নির্যাতিত ও অভিজ্ঞ বড় ব্যবসায়ী ও আমলাদের বর্তমান সরকারের কাজের সাথে জড়িত করে আওয়ামী লীগের দোসরদের অপচেষ্টা দমন করতে হবে। দুলু বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এই চুক্তির কারণে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে বাধ্য। তাই শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার শুরু করতে হবে। নলডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আব্দুল সালাম নান্টুর সভাপতিত্বে এই জনসভায় আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, সদস্য সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status