ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২০ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
মিরপুর টেস্টে সাকিবের জায়গায় মুরাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 18 October, 2024, 5:00 PM

মিরপুর টেস্টে সাকিবের জায়গায় মুরাদ

মিরপুর টেস্টে সাকিবের জায়গায় মুরাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। শুরুতে শঙ্কা থাকলেও নিরাপত্তার ‘নিশ্চয়তা’ পেয়ে দেশের পথে রওয়ানা-ও হয়েছিলেন। তবে সে নিরাপত্তা শঙ্কাতেই শেষ পর্যন্ত তাকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছে। তাতেই নিশ্চিত হয়ে যায়, স্কোয়াডে থাকলেও মিরপুর টেস্টে তার খেলা হচ্ছে না।

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড থেকে আনুষ্ঠানিকভাবে সাকিবকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৮ অক্টোবর) তার জায়গায় স্পিনার হাসান মুরাদকে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।

গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। তবে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। সেখানে দুটি ম্যাচও খেলেছেন মুরাদ।

সাকিবের মতোই বাঁহাতি স্পিন বোলিং করেন মুরাদ। ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এরই মধ্যে শিকার করেছেন ১৩৬ উইকেট।

সাকিবের বদলি হিসেবে দলে এলেও মূল একাদশে তার জায়গা পাওয়া মোটেই সহজ হবে না। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাঈম হাসান। তাদের কাউকে টপকে মিরপুর টেস্টে মুরাদের সুযোগ পাওয়াটা কঠিন বৈকি!

মিরপুর টেস্টে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status