১৩৬ বছর পর এমন লজ্জার কীর্তি, বেঙ্গালুরুতে ভারতের ১০ রেকর্ড
নতুন সময় ডেস্ক
|
নিউজিল্যান্ড ভারতে এসে আফগানিস্তানের বিপক্ষে খেলতেই পারেনি নয়ডা টেস্টে। বেঙ্গালুরু টেস্টেও প্রথমদিন ভেসে যায় বৃষ্টিতে। দুই টেস্ট মিলিয়ে ৬ দিন অপেক্ষার সব শোধ যেন তুলল ভারতের ওপর। টিম সাউদি রোহিত শর্মার উইকেট নিয়ে শুরু করেছিলেন ধ্বংসযজ্ঞের। এরপর থেকে একেবারেই পাত্তা পায়নি টিম ইন্ডিয়া। ম্যাট হেনরি আর উইল ও'রুর্কির পেস বোলিংয়ের সামনে অসহায় ছিল ভারত। মাত্র ৪৬ রানে অলআউট নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোরের লজ্জা পেয়েছে ভারত। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |