টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি নিয়ে গোটা উপজেলার শিক্ষকদের মাঝে ব্যাপক নৈরাজ্য ও অস্থিরতা বিরাজ করছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটি পাশ কাটিয়ে আওয়ামী ফ্যাসিষ্ট সরকার সমর্থিত শিক্ষক সহ অনান্য সংগঠনের আরো তিন জন, যারা ঘাটাইল উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য না তাদের নিয়ে কমিটি ঘোষনা করেছে আউয়াল গ্রুপ সমর্থিত শিক্ষকদের আরেকটি অংশ। এরই প্রতিবাদে মঙ্গলবার (১অক্টোবর) বিকাল ৪টায় অবৈধ কমিটি বাতিল করে আগের কমিটি বহালের দাবিতে প্রতিবাদ সভা করেছে ঘাটাইল উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। ঘাটাইল উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আয়োজিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, ফুলবাড়ি মানাজি বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,গারট্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেদেনা খাতুন ,ঘোনার দেউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহাকরী শিক্ষক মোঃ সোহেল রানা, সড়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়তুল্লাহ মামুন, আঠারোদানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ, বাগুন্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কহিনুর আক্তার কল্পনা, গুনদত্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ। লিখিত আবেদনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান মুঠোফোনে জানান লিখিত আবেদন পেয়েছি যাতে উভয় পক্ষের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শিক্ষা অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দিয়েছি।