আজ ড. ইউনূসের সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ
নতুন সময় প্রতিবেদক
|
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আজ দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কার্যালয়ে নিমন্ত্রণ জানানো হয়েছে। আজ দুপুরে ১৫ ক্রিকেটারসহ ১৯ জনের একটি দল ইউনুসের তেজগাঁও কার্যালয়ে যাবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। ১৬ ক্রিকেটার পাকিস্তানে খেলতে গিয়েছিলেন। সাকিব আল হাসান ইংল্যান্ডের টনটনে কাউন্টি ক্রিকেটে খেলছেন। সাকিবের বিরুদ্ধে মামলা রয়েছে। সিরিজ জেতা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিবের বিষয়ে কথা বলবেন। সাকিবের পক্ষে কথা বলবেন অন্য ক্রিকেটাররাও। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যদিও এ ব্যাপারটি নিয়ে গতকাল সরাসরি কেউ কোনো মন্তব্য করেননি। ১৫ ক্রিকেটারের বাইরে আজ ড. ইউনূসের কার্যালয়ে সাক্ষাৎ করতে যাবেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ, বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এবং পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট মর্যাদা লাভের ২৪ বছর কেটেছে। এর মধ্যে অনেক দেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবারই প্রথম। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে প্রথম ম্যাচে ১০ উইকেটে হারিয়েছে, দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে। ঐতিহাসিক সিরিজ জয়ের পর ড. ইউনূস পাকিস্তানে অধিনায়ক শান্তকে ফোন করে কথা বলেন, অভিনন্দন জানান তিনি। ড. ইউনূস শান্তকে বলেছিলেন, 'সরকার এবং আমার পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন। তোমাদের জন্য পুরো জাতি গর্বিত।' পরে ঘোষণা দেওয়া হয় দেশে ফিরলে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হবে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |