ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
খুলনায় ভিডিপি সদস্যদের মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 September, 2024, 7:19 PM

খুলনায় ভিডিপি সদস্যদের মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের উদ্বোধন

খুলনায় ভিডিপি সদস্যদের মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের উদ্বোধন

খুলনা ইলাইপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা রেঞ্জের ৮ জেলার ৪০ জন ভিডিপি সদস্যদের ৪২ দিনব্যাপী মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী বিএএম। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন, মোল্যা আবু সাঈদ। 

অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা বাস্তবমুখী জ্ঞান লাভের মাধ্যমে যানবাহন চালনায় যোগ্য ও দক্ষ চালক হিসেবে গড়ে উঠবেন এবং দুর্ঘটনার সংখ্যা কমে যাবে। দেশ বিদেশে কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের সড়কপথে নিরাপত্তা ও উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন। তিনি আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার, রাজিব হোসাইনসহ  প্রশিক্ষকবৃন্দ। বিআরটিসি শিরোমণি খুলনা এর কারিগরি সহযোগিতায় এবং পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন, মোল্যা আবু সাঈদ এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হচ্ছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status