ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১
কুড়িগ্রামে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 2 September, 2024, 9:02 PM

কুড়িগ্রামে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা

কুড়িগ্রামে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা

কুড়িগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা রেজওয়ানুল হকসহ ৩ জনকে আসামি করে আদালতে মানহানির মামলা দায়ের হয়েছে। কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উলিপুর উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল কাদের (মমিনুল) বাদী হয়ে
মামলাটি দায়ের করেন।

মামলার আবেদন সূত্রে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজওয়ানুল হক সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও জনগণের কাজ না করে সর্বদা শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে আসছিল। গত ১৫ মে/২০২৪ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি রাষ্ট্রক্ষমতার প্রভাবে প্রভাবিত হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নানা ধরনের কটূক্তি করেন। সেই সঙ্গে বিএনপিকে নানা গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে উলিপুর থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ আইনগত কোনো পদক্ষেপ নেয়া হয়নি তাই বাদী বাধ্য হয়ে আদালতে মামলার আবেদন করেন
বলে জানা যায়। 

বাদী মঞ্জুরুল কাদের বলেন, উসকানি মূলক বক্তব্যসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিদের সামনে আমার ও আমার নেতা–নেত্রীর মানসম্মানের ক্ষতি করা হয়েছে। এ জন্য ক্ষতিপূরণ ও আসামিদের শাস্তির দাবিতে মামলা দায়ের করেন বলে তিনি জানান।

মামলার বাদী মঞ্জুরুল কাদের যায়যায়দিন পত্রিকার উলিপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। আদালতের বিচারক ফারহানা খান অভিযোগের ব্যাপারে তদন্ত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে বিচারক মামলার পরবর্তী আদেশ দেবেন বলে সংশ্লিষ্ট আদালতের পেশকার বিষয়টি নিশ্চিত করেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status