কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রী জাকির ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের ঘর ও সোলার সিস্টেম দেওয়ার বিনিময়ে প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেন এবং তার স্ত্রী সুরাইয়া সুলতানাসহ তিনজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (রৌমারী আমলি আদালত) কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর গয়টাপাড়ার বাসিন্দা মো.মোকছেদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জানা যায়, চলতি বছরের গত ২৬ জুন একই দাবিতে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন, তার স্ত্রী সুরাইয়া সুলতানা ও তাদের এক নিকটাত্মীয় বরাবর আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান বাদী মোকছেদ আলী। নোটিশ পাওয়ার পরও ভুক্তভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোকে টাকা ফেরত না দেওয়ায় মোকছেদ আলী বাদী হয়ে মামলা করেছেন বলে আরজিতে বলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাকির হোসেন, তার স্ত্রী সুরাইয়া সুলতানা এবং নিকটাত্মীয় বাবুল মন্ডল ২০২০-২০২১ অর্থবছরে রৌমারী উপজেলার দাঁতভাঙা, চর শৌলমারী ও বন্দবের ইউনিয়নের ১৯১টি ভূমিহীন-গৃহহীন গরিব ও দুস্থ পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ২০২০ সালের ডিসেম্বর মাসে দুই দফায় ৬০ লাখ টাকা এবং ৭২টি পরিবারকে সোলার সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরও ৭২ হাজার টাকা গ্রহণ করেন। জাকির হোসেনের উপস্থিতিতে তার রৌমারী উপজেলার বাসভবনে স্ত্রী সুরাইয়া সুলতানা ও নিকটাত্মীয় বাবুল মন্ডল এই টাকা গ্রহণ করেন।’ ২০২৪ সালের ২৬ জুলাই স্থানীয় লোকজনসহ মোকসেদ আলী টাকা ফেরত চাইতে গেলে সাবেক প্রতিমন্ত্রী জাকিরসহ অভিযুক্তরা টাকা গ্রহণ করার কথা স্বীকার করলেও তা ফেরত দিতে অস্বীকৃতি জানায়।’ সাবেক প্রতিমন্ত্রী তার স্ত্রী ও নিকটাত্মীয়সহ ওই টাকা আত্মসাৎ করেছেন বলে মামলার আরজিতে দাবি করা হয়েছে। আদালত বাদীর আরজি গ্রহণ করে তদন্তের আদেশ দিয়েছেন। আদেশে বলা হয়েছে,‘ অভিযোগের সত্যতা সম্পর্কে তদন্ত প্রয়োজন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি, কুড়িগ্রাম তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করবেন।’ আগামী ৮ অক্টোবর প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। বাদীর আইনজীবী খাদেমুল হাসান এমজী বলেন, ‘ মামলা হয়েছে। আদালত ডিবির ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’ |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |