এ কান্নার শেষ কোথায়?
নতুন সময় প্রতিবেদক
|
বাবাকে ছাড়াই আরেকটি বছর কাটিয়ে ফেলেছে সাফা। কিন্তু তার বাবা কোথায় সে প্রশ্নের জবাব আজও মেলেনি। ইনসেটের ছবিতে ক্রন্দনরত সাফা গত বছর বাবা মাহফুজুর রহমান সোহেলকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল। এখন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাফার সেই দাবি এখনো পূরণ হয়নি। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |