ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
সাকিবের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 27 August, 2024, 9:23 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 27 August, 2024, 10:29 PM

সাকিবের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি

সাকিবের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি

সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে অনিশ্চিত সময় পার করছেন সাকিব আল হাসান। একদিকে হত্যা মামলার খড়গ এবং তার সঙ্গে জাতীয় দল থেকে তাকে বাদ দিতে উকিল নোটিশ। তবে প্রতিকূল এই সময়ে তার পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালে উকিল নোটিশের কথা শুনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অবশেষে দেশের একটি গণমাধ্যমকে বিসিবি সভাপতি সাকিব ইস্যুতে সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সে খেলা চালিয়ে যাবে। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটা উকিল নোটিশ এসেছিল, আমরা আজ তার জবাবেও এটাই বলেছি।’


পাকিস্তান সিরিজের পর ভারত সফরেও সাকিব খেলবেন জানিয়ে বিসিবি সভাপতি যোগ করেন, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status