পঞ্চগড় ক্রপ প্রোটেকশন অফিসার এসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আজিম সাধারন সম্পাদক মোকছেদ আলী
নতুন সময় প্রতিবেদক
|
পঞ্চগড়ে কীটনাশক কোম্পানির প্রতিনিধিদের সমন্বয়ে "পঞ্চগড় ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন" এর কমিটি গঠন করা হয়েছে। এতে আনোয়ারুল আজিম কে সভাপতি ও মোকছেদ আলী কে সাধারণ সম্পাদক হিসাবে সবর্সম্মতি ক্রমে নির্াচিত হয়েছেন। ২৭ আগষ্ট ২৪, মঙ্গল বার সকালে পঞ্চগড় ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশনের দ্বিবাষিক সম্মেলনে উপদেষ্টা মন্ডলির সদস্যের স্বাক্ষরিত ২১ সদস্যের নির্াহী কমিটির তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অফিসার এসোসিয়েশনের অন্তভুক্ত পঞ্চগড় ক্রপ প্রোটেকশন অফিসার এসোসিয়েশন ২০১৯ সালে যাত্রা শুরু করে । প্রায় ২০০ শত সদস্যের মিলিত সংগঠনে প্রতি ২ বছর পর পর নতুন কমিটি গঠিত হয়। নব নির্াচিত সভাপতি আনোয়ারুল আজিম বলেন , আমরা সদস্যদের নানা ধরনের সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছি । তাদের সুখ দুখে এই কমিটি সব সময় পাশে থাকবে । পাশাপাশি কৃষিতে ব্যবহৃত কীটনাষক ব্যবহার নিয়ে সাধারন কৃষকদের সহযোগিতা সহ নকল পন্য নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট থাকবে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |