ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১
রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীদের বিক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 August, 2024, 1:05 PM

রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীদের বিক্ষোভ

রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীদের বিক্ষোভ

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে 'হামলা করে হত্যার' প্রতিবাদে ও ৯ দফা দাবিতে আজ শনিবার (৩ আগস্ট) সারাদেশে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুযায়ী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।

সকাল সাড়ে ১০টা থেকে ছাত্র ও জনতা মহাসড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন।


বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশস্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও শ্রমিকসহ সব স্তরের মানুষ অংশ নিচ্ছেন।

সকাল পৌনে ১১টায় রুয়েট গেইট থেকে একটি মিছিল শুরু হয়ে তালাইমারী ও কাজলা ঘুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসার পর সেখানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এসময় পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও মিছিলে বাধা দিতে দেখা যায়নি। 

এসময় আন্দোলনকারীরা স্লোগান দিয়ে সরকারের পদত্যাগ চান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সালেহ হাসান নকীব বলেন, "ছাত্র জনতার মিছিলে মানুষের ঢল নেমেছে। আমার ছাত্রদের নয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন আছে। ছাত্র-জনতার জয় অবশম্ভাবী।"


এর আগে কোটা আন্দোলনকারীরা সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের ওপর সরকারের সহিংস দমন-পীড়নের প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ এবং রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের "সম্পূর্ণ অসহযোগ" আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেছেন, "আমরা সকল নাগরিককে আন্দোলনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।"
আগামীকাল সারাদেশে বিক্ষোভ মিছিল, রোববার থেকে অনির্দিষ্টকাল ‘সর্বাত্মক অসহযোগ’

অসহযোগ আন্দোলন সফল করতে সকল প্রকার কর ও শুল্ক বয়কট করার আহ্বান জানিয়েছেন সমন্বয়কারীরা। বিদ্যুৎ, গ্যাস, পানি এবং অন্যান্য ইউটিলিটি বিল পরিশোধ করা থেকে বিরত থাকার পাশাপাশি সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা।

সমন্বয়কারীরা সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার, রেমিট্যান্স পাঠানো বন্ধ করার এবং সরকার আয়োজিত সব অনুষ্ঠান বয়কট করারও অনুরোধ জানিয়েছেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status