ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
শেরপুরে দুর্নীতিবাজ রেঞ্জ কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন
মেহেদী হাসান শামীম
প্রকাশ: Sunday, 14 July, 2024, 3:40 PM

শেরপুরে দুর্নীতিবাজ রেঞ্জ কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন

শেরপুরে দুর্নীতিবাজ রেঞ্জ কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন

শেরপুরের বালিজুরি রেঞ্জ অফিসের দুর্নীতিবাজ সাবেক ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম এর বিচারের দাবিতে এবং বন বিভাগ কর্তৃক স্থানীয় উপকারভোগী ও কাঠ ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে রেঞ্জ অফিস ঘেরাও, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১৪ জুলাই রোববার দুপুরে শ্রীবরদী উপজেলা বালিজুরি রেঞ্জ অফিসের সামনে স্থানীয় কাঠ ব্যবসায়ী ও উপকারভোগীরা বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সমাবেশে ব্যবসায়ীদের পক্ষে মোঃ দুলাল মিয়া তার লিখিত ও মৌখিক বক্তব্যে জানায়, বিগত ২০১৮-১৯ হইতে ২০২৩-২৪ অর্থবছরে বালিজুরি রেঞ্জ অধীনে কাঠ ব্যবসায়ীবৃন্দ দরপত্রের মাধ্যমে প্রায় ২৩০ টি উডলট বাগান নিলামে ক্রয় করেন। এসব বাগানের সাকুল্য টাকা তৎকালীন ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম এর কাছে কাঁচা রশিদের মাধ্যমে মৌখিক নির্দেশনায় ভিন্ন ভিন্ন লটের বিভিন্ন কিস্তি অফিস সহকারী ওহিদুজ্জামান ও রিপনের কাছে জমা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ওই টাকা সরকারি পোষাকারে জমা না দিয়ে দুর্নীতিবাজ রবিউল ইসলাম নিজেই আত্মসাৎ করেন। যার পরিমান প্রায় সাড়ে ৯ কোটি টাকা।

 ইতিমধ্যে বনভাগে তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে প্রমাণিত হয় এবং তাকে তারপর থেকে থেকে প্রাথমিকভাবে বরখাস্ত করেন। কিন্তু পরিতাপের বিষয় আমরা ব্যবসায়ীরা উক্ত টাকার জমা দিলেও তিনি আত্মসাৎ করার পর বন বিভাগ জেনেও আমাদেরকে পুনরায় অর্থ পরিষদ সহ মামলা দেওয়ার হুমকি প্রদর্শন করছেন। সেই সাথে ওই রেঞ্জের প্রায় বিভিন্ন সনের উপকারীদের লভ্যাংশ দেওয়া হয়নি । 

এ বিষয়ে ওই দুর্নীতিবাজ রেঞ্জার এর বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সংবাদ প্রকাশিত হয়। তাই তদন্তপূর্বক তাদের পরিশোধিত অর্থ সরকারি কোষাগারে জমাদানসহ তাদের দাখিলকৃত পে অর্ডার ফেরত দিয়ে এবং মিথ্যা মামলা দেয়ার অভিযোগ থেকে পরিত্রাণ  করতে জোড় দাবি জানায় বিক্ষোভকারীরা। 

এ বিষয়ে বালিজুরি রেঞ্জের বর্তমান রেঞ্জ কর্মকর্তা মোঃ সুমন মিয়া বলেন, অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তা বিরুদ্ধে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি সাপেক্ষে ভুক্তভোগী ব্যবসায়ী ও উপকারভোগীদের সমস্যার সমাধান করা হবে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status