সর্বজনীন পেনশন স্কীম প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ইবি শিক্ষকদের কর্মবিরতি
ইরফান উল্লাহ, ইবি
প্রকাশ: Saturday, 13 July, 2024, 8:35 PM
সর্বজনীন পেনশন স্কীম প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ইবি শিক্ষকদের কর্মবিরতি
সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অন্তর্ভূক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে অষ্টম দিনের মতো কর্মবিরতি ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষকরা।
শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচ তলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের প্রায় একশত শিক্ষক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দলমত নির্বিশেষে সব শিক্ষক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান।
এসময় বক্তারা বলেন, "আমরা আন্দোলন করছি তিনটি দাবি নিয়ে। প্রত্যয় স্কিম বাতিল, প্রতিশ্রুত সুপার গ্রেড এবং স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে। যদি সরকারের সাথে বৈঠক চলাকালে কেউ এই দাবি নিয়ে বিশ্বাসঘাতকতা করে, আমরা দাবি থেকে পিছিয়ে যাব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন ছেড়ে যাচ্ছি না আমরা। "
এদিকে একই দাবিতে গত ১জুলাই থেকে কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। প্রতিদিন অফিস বর্জন করে প্রশাসন ভবনের ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়। তারাও দাবি আদায়ে সকলকে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন।