রাস্তা অবরোধ না করে আদালতে এসে কথা বলুন, কোটা আন্দোলনকারিদের স্বরাষ্ট্রমন্ত্রী
রাস্তা অবরোধ না করে কোটাবিরোধী শিক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (১৩ জুলাই) বিকেলে ময়মনসিংহের পুলিশ লাইন্সে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ পরামর্শ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, '২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন। তারপর বিচার বিভাগ থেকে বার্তা আসছে কোটা আবার চালু হবে। এতে সংক্ষুব্ধ হয়েছে আমাদের ছাত্ররা। তাদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং হাইকোর্টের রায় স্থগিত করেছেন।
ছাত্রদের বলা হয়েছে, তারা যেন তাদের কথা উচ্চ আদালতে বলে। তাহলে বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে। কাজেই আমি মনে করি, আন্দোলন বন্ধ করে তাদের অপেক্ষা করা উচিত।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, 'পৃথিবীর সব জায়গাতেই কোটা রয়েছে। যেমন, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কিছু কোটা রয়েছে এবং সংবিধানেও সেটি বলা আছে। এই নৃগোষ্ঠীদের কোটা যদি বন্ধ করে দেয়া হয় তাহলে এরা কোনও দিন মূলধারায় একত্রিত হতে পারবে না।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইন্সে পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ও ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, 'মুক্তিযোদ্ধাদের সঙ্গে পুলিশ বাহিনী সক্রিয় ভূমিকা পালন করেছে। পুলিশ সদস্যদের এই বীরত্বগাঁথা মুক্তিযোদ্ধা জাদুঘরে যেন স্থান পায়। যেখান থেকে প্রজন্ম থেকে প্রজন্ম তাঁদের বীরত্বের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।'
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, শরীফ আহমেদ, ফাহমী গোলন্দাজ বাবেল, মো. নজরুল ইসলাম, সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।