এক সপ্তাহে বিসিএসের চাকরি ছাড়লেন ৬ জন
নতুন সময় প্রতিবেদক
|
এক সপ্তাহে বিসিএসের চাকরি ছাড়লেন ৬ জন তারা হলেন- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) খুরশীদ আলম, বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ) শিশির চন্দ্র পাইক, সাতড়্গীরা সরকারি কলেজের প্রভাষক (ইতিহাস) ইদ্রিস আলী ও রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক (দর্শন) প্রিয়াংকা সাহা। এর মধ্যে ইদ্রিস আলী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রভাষক, শিশির চন্দ্র পাইক সমাজকর্ম, ইদ্রিস আলী ইতিহাস এবং প্রিয়াংকা সাহা দর্শন বিভাগের প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন। এছাড়া খুরশীদ আলম খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক (ইতিহাস ও সভ্যতা) হিসেবে যোগদান করায় বিসিএসের চাকরি ছেড়েছেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |