কুড়িগ্রাম পানির নিচে তলিয়ে, ৩৪১ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদ্যাদির পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ৩৪১ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নদীর পানি অব্যাহত বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্লাবিত হওয়া জেলার ৯ উপজেলায় ৩৪১টি প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসায় পাঠদান সাময়িক বন্ধ করা হয়েছে। ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষসহ সার্বিক অবকাঠামো পানির নিচে তলিয়ে যাওয়ায় এধরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।আজ ব্রহ্মপুত্রের পানি সামান্য হ্রাস পেয়ে চিলমারী পয়েন্টে বিপৎ- সীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে পানি বৃদ্ধি পেয়ে ধরলার পানি তালুক শিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ও দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে তিস্তার পানিও। এই পরিস্থিতিতে জেলার প্রায় লক্ষাধিক পরিবার তাদের স্কুল পড়ুয়া ছেলে-মেয়ে নিয়ে অনেকেই ঘর-বাড়ি ছেড়ে সড়ক ও বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবন-যাপন করছে।