ঘটনায় নিহত মোঃ তারিকুল ইসলাম তারিক (৩৬) পাবনা জেলার সূজা নগর উপজেলার মানিক দির গ্রামের লাল মিয়ার ছেলে। পেশায় সিএনজি চালক মো তারিকুল ইসলাম বর্তমানে দিনাজপুরের বিরল পৌরসভার হুসনা কুমার পাড়ায় শ্বশুর মৃত সামশুল মিয়ার বাড়িতেই থাকতেন। অপর আরেক জন আনিছুর রহমান আহত অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায় আম বোঝাই ট্রাকটি ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে ফেনী মহিপালের উদ্দ্যেশে রওনা দিলে। নিহত মোঃ তারিকুল ইসলাম তারিক (৩৬) সেতাব গঞ্জে থেকে ধুকুরঝাড়ি পর্যন্ত যাত্রী হিসেবে ট্রাকে উঠে। পথিমধ্যে ট্রাকটি উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের ঢেঁড়াপাটিয়া এলাকার (এলজিইডি পার্ক) ব্রাক অফিসের আসলে ড্রাইভার ট্রাকের নিয়ন্ত্রন হারালে রাস্তার পাশে বড় এক আম গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনা স্থলেই তারিকুল ইসলাম তারিক (৩৬) নিহত ও আনিছুর রহমান নামের অপর আরেক জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।