ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
রাজারহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 2 July, 2024, 7:32 PM

রাজারহাটে বঙ্গবন্ধু  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজারহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজারহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব১৭(বালক) উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সংগীত বাজিয়ে উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়।

রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ২জুন বিকাল ৫:০০ ঘটিকায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চাকিরপশার ইউনিয়ন ও বিদ্যানন্দ ইউনিয়নের মুখোমুখি হন।নির্ধারিত সময় শেষ হলে ট্রাইবেকারে বিদ্যানন্দ ইউনিয়ন চাকিরপশার ইউনিয়ন কে ৪-৩ গোলে পরাজিত করেন।খেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সুবর্ণা,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলাম,চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম, রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এনামুল হক,বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম,উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবীর আদিল,উপজেলা চেয়ারম্যানের পুত্র শ্রাবণ সোহরাওয়ার্দী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি এনামুক হক,জনবানীর প্রতিনিধি সোহেল রানা সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রিয়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক ও রাজারহাট মডল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  রেজাউল করিম রেজা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status