রাজারহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাজারহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ২জুন বিকাল ৫:০০ ঘটিকায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চাকিরপশার ইউনিয়ন ও বিদ্যানন্দ ইউনিয়নের মুখোমুখি হন।নির্ধারিত সময় শেষ হলে ট্রাইবেকারে বিদ্যানন্দ ইউনিয়ন চাকিরপশার ইউনিয়ন কে ৪-৩ গোলে পরাজিত করেন।খেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সুবর্ণা,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলাম,চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম, রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এনামুল হক,বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম,উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবীর আদিল,উপজেলা চেয়ারম্যানের পুত্র শ্রাবণ সোহরাওয়ার্দী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি এনামুক হক,জনবানীর প্রতিনিধি সোহেল রানা সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |