চট্টগ্রাম নগরের রেলওয়ে দপ্তর (সিআরবি) সাত রাস্তার মোড়ে একটি গাছের ডাল ভেঙে পড়ে লঙ্কাকাণ্ড ঘটেছে। এতে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। বৈদ্যুতিক তার ছিড়ে গিয়ে দুটি মোটরসাইকেল ভস্মীভূত হয়। তবে প্রাণে বেঁচে যায় গাড়ি আরোহীরা।
সোমবার (১ জুলাই) রাত সোয়া ১১ টার দিকে সিআরবির সাত রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।
বাপ্পি নামে এক পথচারী জানান, তখন রাতর সোয়া ১১ টা। হঠাৎ একটি রেইনট্রি গাছের ডাল ভেঙে পড়ে একটি প্রাইভেট কারের ওপর। এতে কারটির গ্লাস ভেঙে যায়। ব্যাপক ক্ষতি হয়। একই সময় বৈদ্যুতিক তার ছিড়ে দুটি মোটরসাইকেলের উপরে পড়ে। দ্রুত আগুন ধরে গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহুর্তেই মোটরসাইকেল দুটি পুড়ে ছাই হয়ে যায়।
সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনি তালুকদার বলেন, গাছের একটি ডাল ভেঙে সাত রাস্তার মোড়ে একটি প্রাইভেট কারের গ্লাস ভেঙে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এসময় গাছ পড়ে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে দুটি মোটর সাইকেলে আগুন ধরে যায়।