শরীয়তপুর সাপে কামড়ের পর ওঝা দিয়ে ঝাড়ফুঁক, বৃদ্ধার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 June, 2024, 9:25 PM
শরীয়তপুর সাপে কামড়ের পর ওঝা দিয়ে ঝাড়ফুঁক, বৃদ্ধার মৃত্যু
শরীয়তপুরের জাজিরায় রান্না ঘরে কাজ করার সময় ভয়ংকর রাসেলস ভাইপার সাপে কাটে বৃদ্ধা রহিমা বেগমকে। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে ওঝার কাছে নিয়ে যায়। ওঝার ঝাড়ফুঁকের পরে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার পালেরচর ইউনিয়নের ইয়াসিন আকন কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম (৬২) ওই গ্রামের নূর মোহাম্মদ তালুকদারের স্ত্রী।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের জন্য খাবার রান্না করছিলেন রহিমা বেগম। এ সময় তার বাম পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আজিমউদ্দিন মোড়ল নামের এক স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। ওঝা ঝাড়ফুঁক করার পরে তার অবস্থা আরও খারাপ হলে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রহমান তালুকদার বলেন, সাপে কামড় দিলে মাকে স্থানীয় ওঝা আজিমউদ্দিন মোড়লের কাছে নিয়ে যাই। তিনি ঝাড়ফুঁক দেওয়ার এক পর্যায়ে মায়ের শারীরিক অবস্থা আরও খারাপ হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন। সাপে কামড়ের সঙ্গে সঙ্গে যদি মাকে ওঝার কাছে না নিয়ে হাসপাতালে যেতাম, তাহলে হয়তো আমার মাকে বাঁচাতে পারতাম।
এ ব্যাপারে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কবির আলম বলেন, সাপে কামড়ানো এক বৃদ্ধাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা-নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। ক্ষতস্থান দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেল ভাইপার সাপের কামড়ের কারণেই তার মৃত্যু হয়েছে।
জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়ে অপচিকিৎসা সংক্রান্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।